আফগান সিরিজে মুস্তাফিজের বদলে আবুল হাসান

পায়ের চোটে মুস্তাফিজু রহমান ছিটকে গেছেন আফগানিস্তান সিরিজের দল থেকে। তাঁর পরিবর্তে দলে ডাক পেলেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঠ চুকিয়ে মুস্তাফিজুর রহমান প্রস্তুত হচ্ছিলেন ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে মাঠে নামতে। প্রথমে হালকা চোট অনুমান করে বিশ্রাম দেওয়া হলেও পরে বোঝা যায় চোট সারতে সময় লাগবে তিন সপ্তাহ। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল চলাকালীন বাঁহাতি পেসার এই চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য মুস্তাফিজের চোটে কপাল খুলেছে অনেকদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মেন্স দেখানো আবুল হাসানের। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ব্যাট হাতে ছোট কিন্তু কার্যকর অন্যদিকে মিতব্যয়ী বোলিংও করেছেন সিলেট সিক্সার্সের জার্সিতে।
ভারতের মাঠে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে যদি নামা হয় তবে প্রায় ছয় বছর পর ফের বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টির মাঠে নামবেন আবুল হাসান। শেষ ২০১২ সালে শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন অভিষেক টেস্টে ব্যাটিং লাইনআপের দশে নেমেও সেঞ্চুরি হাঁকানো একমাত্র টেস্ট ক্রিকেটার।
দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বাংলাদেশ মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। ৩, ৫ ও ৭ জুন মাঠে গড়াবে ম্যাচ তিনটি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন, আবু জায়েদ ও আবুল হাসান রাজু।