এশিয়া কাপের বাংলাদেশ নারী দল ঘোষণা
আসছে জুন মাসে মালয়েশিয়ার মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। আয়েশা রহমানের সঙ্গে দলে ফিরেছেন পেসার লিলি রানী বিশ্বাসও।
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ এক সফর শেষ করে এবার বাংলাদেশ প্রস্তুত হচ্ছে এশিয়া কাপের জন্য। দুই ফরম্যাটের সব ম্যাচ হারা প্রোটিয়া সফরের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন মোট চারজন।
বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া—এই ছয় দলকে নিয়ে আগামী রোববার থেকে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। আগামীকাল শুক্রবার সালমা খাতুনের নেতৃত্বে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী দল।
উদ্বোধনী দিনেই প্রাথমিক পর্বের শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪, ৬, ৭ ও ৯ জুন বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও স্বাগতিক মালয়েশিয়া। প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা শীর্ষ দুই দল ১০ জুন মুখোমুখি হবে ফাইনালে।
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দল:
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা আলম, শারমিন সুলতানা, জাহানারা আলম ও শামিমা সুলতানা।