সুইজারল্যান্ডে আটকে গেল স্পেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/04/photo-1528095272.jpg)
বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে জমে উঠেছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বিশ্বসেরাদের মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার আগে খেলোয়াড়রাও নিজেদের ঝালাই করে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও এবারের রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী সুইজারল্যান্ড। নিজেদের মাঠের সুবিধাও কাজে লাগিয়ে জিততে পারেনি ২০১৮ সালের বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। ম্যাচে এগিয়ে থেকেও ১-১ সমতায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
স্পেনের ভিয়ারিয়ালে ম্যাচের শুরু থেকেই এগিয়ে থাকে স্বাগতিকরা। প্রতিপক্ষ শিবিরে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। অবশ্য ম্যাচের প্রথম গোলের দেখা পায় স্পেনই। ম্যাচের ২৯তম মিনিটে ডিফেন্ডার আলভারো অদ্রিওঝোলা দলকে এগিয়ে দেন। ডি-বক্সের বাইরে থেকে রিয়াল সোসিয়েদাদের এই ডিফেন্ডারের ডান পায়ের জোরালো শটে পরাস্ত হন প্রতিপক্ষ গোলরক্ষক। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করার লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে। তবে গোলের মাধ্যমে সমতার সুযোগ পেয়ে যায় সুইসরা। ম্যাচের ৬২তম মিনিটে স্পেনের গোলমুখ থেকে বাঁ পায়ের শটে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজ।
ম্যাচের শেষ সময়ে বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি স্পেন। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। এর আগের প্রীতি ম্যাচে স্পেন ও সুইজারল্যান্ড উভয়ই বড় ব্যবধানে জয় পেয়েছে। স্পেন ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনাকে। অন্যদিকে, সুইসরা ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছিল পানামাকে।