সিরিজে ফেরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
দেরাদুনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দ্বিতীয় ম্যাচে টস জিতে বেছে নিয়েছেন ব্যাটিং।
দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। প্রথম ম্যাচে বাজে বোলিংয়ের কারণে বাদ পড়েছেন দুই পেসার আবুল হাসান রাজু ও আবু জায়েদ রাহি। এ দুজনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার সৌম্য সরকার ও পেসার আবু হায়দার রনি। অপরিবর্তিত রয়েছে আফগান একাদশ।
সিরিজ শুরু হওয়ার আগে পরিসংখ্যানটা বাংলাদেশের পক্ষে কথা বললেও এখন কিন্তু দুই দলই দাঁড়িয়ে সমতায়। মুখোমুখি হওয়া দুই টি-টোয়েন্টি ম্যাচে সমান একটি করে ম্যাচ জিতে নিয়েছে দুই দলই। ২০১৪ সালে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে নেমে অতিথিদের হারালেও গত রোববার ভারতের মাঠে ‘স্বাগতিকদের’ বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ।
সিরিজে ফিরতে হলে আজকের ম্যাচে জেতার কোনো বিকল্প নেই সাকিবদের সামনে। বাংলাদেশ দলনায়ক অবশ্য সমতায় ফেরার ম্যাচে দাঁড়িয়ে আছেন রেকর্ডের সামনেও।
১০ হাজার রানতো ইতিমধ্যেই পুরেছেন ঝুলিতে। ৪৯৯ উইকেট নিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের এবারের অপেক্ষা এক উইকেটের। আজকের ম্যাচে সেটা তুলে নিতে পারলেই তৃতীয় অলরাউন্ডার হিসেবে ঢুকে পড়বেন তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান আর ৫০০ উইকেটের বিরল এক ক্লাবে।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও আবু হায়দার রনি।