নেইমারের সামর্থ্যের শেষটা জানেন না তিতে

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে হেসেখেলে জিতেই রাশিয়ার বিমান ধরেছে ব্রাজিল। ফিরে আসার দ্বিতীয় ম্যাচেও গোল করে দলকে এগিয়ে নিয়েছেন নেইমার ডি সিলভা। চোটে পড়ার পরেও এমন দারুণ প্রত্যাবর্তনের পর দলের ফরোয়ার্ডকে নিয়ে মুগ্ধতা ছুঁয়ে গেছে কোচ তিতেকেও।
গতকাল রোববার রাতে নেইমারের সঙ্গে গোলের দেখা পেয়েছেন ফিলিপ কৌতিনহো এবং গ্যাব্রিয়েল জেসুস। ৩-০ ব্যবধানে অস্ট্রিয়াকে পরাজিত করার দিন ব্রাজিল ফরোয়ার্ড গোলের সংখ্যায় ছুঁয়েছেন স্বদেশি রোমারিওকে। জাতীয় দলের জার্সিতে এখন নেইমারের গোলসংখ্যা ৫৫টি, নিঃশ্বাস ফেলছেন রোমারিওর ঘাড়ে।
এমন দুর্দান্ত প্রত্যাবর্তনের পর তিতে নেইমারকে ভাসিয়েছেন স্তুতিতে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে প্রশংসায় তাঁর জাতীয় দলের কোচ বলেছেন, ‘নেইমারের সীমানা আমার জানা নেই। তাঁর কৌশলের প্রয়োগ ও সৃজনশীলতা মুগ্ধ করার মতো। ম্যাচের তৃতীয়াংশে মাঠ ছেড়ে উঠে আসার আগ পর্যন্ত সে ছিল ভয়ঙ্কর।’
দুর্দান্ত নৈপুণ্যের পরও তিতে ভুলে যাচ্ছেন না প্রায় তিন মাস পর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তাঁর দলের সেরা খেলোয়াড়। তাই ম্যাচে নেইমারকে নিয়ে যথেষ্ট সাবধানী ছিলেন ব্রাজিল কোচ। ম্যাচের ৮৪ মিনিটে নেইমারকে উঠিয়ে ডগলাস কস্তাকে মাঠে নামিয়েছিল ব্রাজিল।
নেইমারকে প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দিয়েছেন তিতে, ‘যদি অস্ট্রিয়ার ডিফেন্স ফাঁকা পাওয়া যায় তবে নেইমারকে আমি প্রথমরার্ধের বিরতিতে বলেছিলাম আক্রমণে যেতে। শেষের দিকে আমার মনে হয়েছে নেইমারের জন্য চাপটা বেশিই হয়ে যাচ্ছে তাই তাঁকে উঠিয়ে নিয়েছি।’