আজই নকআউট পর্ব নিশ্চিত হবে ইংল্যান্ডের?
অধিনায়ক হ্যারি কেনের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করেছে ইংল্যান্ড। তিউনিসিয়াকে হারিয়েছে ২-০ গোলে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ইংল্যান্ড মাঠে নামতে যাচ্ছে পানামার বিপক্ষে। আজ জিতলেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলতে পারবে ১৯৬৬ সালের শিরোপাজয়ীরা।
টানা দুই ম্যাচে জয় দিয়ে নকআউট পর্ব এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে বেলজিয়াম। আজ ইংল্যান্ড যদি পানামাকে হারাতে পারে তাহলে বিদায় নিশ্চিত হয়ে যাবে পানামা ও তিউনিসিয়ার। গ্রুপ পর্বে বেলজিয়াম-ইংল্যান্ডের মুখোমুখি লড়াইটা তখন হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।
আর ইংল্যান্ড-পানামা ম্যাচ যদি ড্র হয়, তাহলেও খুব বেশি ক্ষতি হবে না ইংল্যান্ডের। তাতেও তারা একধাপ এগিয়ে যাবে পরবর্তী রাউন্ডের দিকে। কিন্তু নকআউট পর্বটা নিশ্চিত হয়ে যাবে না। সেক্ষেত্রে বেলজিয়ামের বিপক্ষে শেষ ম্যাচে জয় বা ড্র পেতে হবে ইংল্যান্ডকে। আর হেরে গেলে তাকাতে হবে পানামা-তিউনিসিয়ার ম্যাচের ফলাফলের দিকে।
আর ইংল্যান্ড আজ যদি হেরে যায় তাহলে জমে উঠবে ‘জি’ গ্রুপের লড়াই। ৩ পয়েন্ট করে জমা হবে পানামা ও ইংল্যান্ডের ঘরে। তখন নিজেদের শেষ ম্যাচটা হয়ে যাবে দুই দলেরই বাঁচামরার লড়াই।