ক্যারিবীয় সফরে তামিম-মাহমুদউল্লাহর সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দারুণ খেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। স্বাগতিক প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ সেঞ্চুরিতে ৪০৩ রান করে অলআউট হয়েছে তারা।
কুলিজ ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। ওপেনার লিটন দাসের (২) উইকেট হারিয়ে বসে। দ্রুত ফিরে যান মুমিনুল হক (৭) ও নাজমুল হোসেন শান্ত (৪)।
তবে চতুর্থ উইকেট জুটিতে তামিম ও সাকিব আল হাসান দারুণ খেলেন। দুজনের মিলে দারুণ একটি জুটি গড়ে দলের দলের এই বিপর্যয় সামলান। এর পর সাকিব ৬৭ রানে ফিরে গেলেও তামিম ও মাহমুদউল্লাহ চমৎকার খেলেছেন।
অবশ্য দুজনের কেউই আউট হননি, সেঞ্চুরি করেই স্বেচ্ছায় অবসরে যান তাঁরা। তামিম ১৬৫ বলে ১২৫ রানের দারুণ একটি ইনিংস খেলেন আর মাহমুদউল্লাহ ১১১ বলে ১০২ রান করেন।
ভালো দুটি ইনিংস খেলেছেন ইমরুল কায়েস (৪০) ও মেহেদী হাসান মিরাজ (২৮)।
আগামী ৪-৮ জুলাই ওয়েস্ট ইন্ডজ সফরে সিরিজের প্রথম টেস্ট। ১২-১৬ জুলাই হবে দ্বিতীয় টেস্ট।
এর পর ২২, ২৫ ও ২৮ জুলাই সিরিজের তিনটি ওয়ানডে এবং ৩১ জুলাই প্রথম টি-টোয়েন্টি এবং ৪ ও ৫ আগস্ট হবে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ।