ব্রিসবেনে বৃষ্টিই ‘বিজয়ী’
শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি প্রমাণিত। ব্রিসবেনে বৃষ্টির জলে ধুয়ে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। তাই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ও বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়াকে।
এই একটি পয়েন্ট আপাতত এ’ গ্রুপের তৃতীয় স্থানে রেখেছে বাংলাদেশকে। দুটি করে ম্যাচ খেলা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন পয়েন্ট করে। তবে শ্রেয়তর নেট রান রেটের সুবাদে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়। তিন ম্যাচের তিনটিতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়ার মতো মহাশক্তিধর প্রতিপক্ষর সঙ্গে না খেলেই এক পয়েন্ট প্রাপ্তিকে কেউ-কেউ ‘আশীর্বাদ’ মনে করতে পারেন। কিন্তু ‘গ্যাবা’ নামে পরিচিত ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবারের মতো খেলার সুযোগ নষ্ট হওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা অখুশি। বার্তা সংস্থা এএফপি মাশরাফি বিন মুর্তজার বিষণ্ণ মুখে আকাশের দিকে তাকিয়ে থাকার একটি ছবি দিয়েছে। ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে নিজেদের সামর্থ্য যাচাই করে নেওয়ার সুযোগ যে পেলেন না বাংলাদেশ অধিনায়ক!
মাইকেল ক্লার্কও আক্ষেপ করছেন হয়তো। ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই মাঠে ফেরার কথা ছিল অস্ট্রেলিয়া অধিনায়কের। কিন্তু বৃষ্টিতে খেলা ভেসে যাওয়ায় এবারের বিশ্বকাপে মাঠে নামার জন্য আরো কয়েক দিন অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁকে।
ম্যাচটি আগে থেকেই নির্ভর করছিল প্রকৃতির মর্জির ওপর। ঘূর্ণিঝড় মার্সিয়ার তাণ্ডবে শুক্রবারের মতো শনিবারও ভারী বৃষ্টি হয়েছে ব্রিসবেনে। আইসিসি আগেই জানিয়েছিল, অন্তত ২০ ওভারের হলেও ম্যাচটি আয়োজনের চেষ্টা করা হবে।
স্থানীয় সময় দুপুর দেড়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির তাণ্ডবে বিকেল পৌনে ৫টাতেও টস করা সম্ভব হয়নি। তাই পরিত্যক্তই লেখা হয়ে গেছে ম্যাচটির ভাগ্যে।