ওয়েস্ট ইন্ডিজ সফরে কবে কখন বাংলাদেশের খেলা

আগামীকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। অ্যান্টিগায় সাকিবের দল এই লড়াইয়ে নামছে। এই সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অবশ্য শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
৪-৮ জুলাই |
প্রথম টেস্ট |
রাত ৮টা |
অ্যান্টিগা |
১২-১৬ জুলাই |
দ্বিতীয় টেস্ট |
রাত ৯টা |
জ্যামাইকা |
২২ জুলাই |
প্রথম ওয়ানডে |
সন্ধ্যা সাড়ে ৭টা |
গায়ানা |
২৫ জুলাই |
দ্বিতীয় ওয়ানডে |
রাত সাড়ে ১২টা |
গায়ানা |
২৮ জুলাই |
তৃতীয় ওয়ানডে |
সন্ধ্যা সাড়ে ৭টা |
সেন্ট কিটস |
৩১ জুলাই |
প্রথম টি-টোয়েন্টি |
সকাল সাড়ে ৬টা |
সেন্ট কিটস |
৪ আগস্ট |
দ্বিতীয় টি-টোয়েন্টি |
সকাল ৬টা |
ফ্লোরিডা |
৫ আগস্ট |
তৃতীয় টি-টোয়েন্টি |
সকাল ৬টা |
ফ্লোরিডা |