উইন্ডিজ সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
একদিকে বিশ্বব্যাপী চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এরই মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের উইন্ডিজ সফর। আজ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ওয়ানডে দল। ১৬ সদস্যের এই দলে নতুন মুখ হিসেবে আছেন চারজন। আর অধিনায়কের ভার যথারীতি থাকছে মাশরাফি বিন মুর্তজার কাঁধে।
বাংলাদেশের হয়ে এখনো ওয়ানডে ক্রিকেট খেলেননি নাজমুল হোসেন, নাজমুল ইসলাম, আবু হায়দার ও আবু জায়েদ। এই চারজনের নামই আছে ১৬ সদস্যের ওয়ানডে দলে। এঁদের মধ্যে কারোর হয়ে যেতে পারে ওয়ানডে অভিষেক।
দলে আবার ডাক পেয়েছেন উইকেটরক্ষক লিটন দাস ও মোসাদ্দেক হোসেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমানও। ওয়ানডে দলে ফেরার অপেক্ষাটা আরো দীর্ঘ হয়েছে ইমরুল কায়েস, নুরুল হাসান ও তাসকিন আহমেদের জন্য।
আগামী ২২, ২৫ ও ২৮ জুলাইয়ে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার ও আবু জায়েদ।