ব্রেথওয়েটের শতকে এগিয়ে যাচ্ছে উইন্ডিজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/05/photo-1530801822.jpg)
উইন্ডিজ সফরে গিয়ে কী ভয়াবহ দুর্দশার মুখেই না পড়েছেন সাকিব আল হাসানরা। শুরুতে ব্যাট করে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ৪৩ রানে। গড়েছে নিজেদের সর্বনিম্ন টেস্ট স্কোরের নতুন রেকর্ড। এরপর বল হাতেও দৈন্যদশা সাকিবদের। এখন পর্যন্ত তারা নিতে পেরেছে মাত্র দুটি উইকেট। শতক পূর্ণ করে এগিয়ে চলেছেন উইন্ডিজ ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট।
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে মাত্র ৪৩ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে দাপট দেখিয়েছিল উইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষ করেছিল ২ উইকেটে ২০১ রান নিয়ে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর শতক পূর্ণ করেছেন ব্রেথওয়েট। বাংলাদেশ পায়নি কোনো উইকেটের দেখা। এই প্রতিবেদন লেখার সময় উইন্ডিজের স্কোর ২২১/২।
গতকাল প্রথম দিনের খেলায় প্রথম উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৪১তম ওভার পর্যন্ত। ততক্ষণে ১১৩ রানের উদ্বোধনী জুটি দাঁড়িয়ে গেছে উইন্ডিজের। বাংলাদেশকে প্রথম সাফল্যটি এনে দেন অভিষিক্ত পেসার আবু জায়েদ। ৫৮ রান করে সাজঘরে ফেরেন ডেভন স্মিথ। এরপর আবারও আরেকটি সাফল্য পেতে অপেক্ষা করতে হয় ২৪টি ওভার। ৬৫তম ওভারে ৪৮ রান করা কায়রন পোলার্ডকে আউট করেন মাহমুদউল্লাহ।
এর আগে শুরুতেই নতুন লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৪৩ রানে অলআউট হওয়াটাই এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর হিসেবে লেখা হবে। এর আগে যেটি ছিল ৬২ রানের। ২০০৭ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে সেই রেকর্ডটি করেছিল বাংলাদেশ।