বল বুঝে নিল কাতার

শেষ হচ্ছে মাসব্যাপি মহোৎসবের আয়োজন। বিশ্বকাপ ফুটবলের এবার ঠিকানা বদলানোর পালা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি এনফান্তিনো বলটা তুলে দিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির হাতে। আগামী ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ যে কাতার!
আজ রোববার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামছে রাশিয়ার আসরের। আজই বিশ্বকাপের পরের আয়োজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি এনফান্তিনো। ওই সময় উপস্থিত ছিলেন এবারের আয়োজক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোয় আয়োজিত ওই অনুষ্ঠানে ২০২২ সালের আয়োজক দেশ কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির হাতে বল তুলে দেন ফিফা সভাপতি ও রাশিয়ার প্রেসিডেন্ট।
এ সময় নির্বিঘ্নে রাশিয়া বিশ্বকাপ আয়োজনে ফিফার সহযোগিতার জন্য সংস্থাটিকে ধন্যবাদ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের বক্তব্যে ফিফা সভাপতি রাশিয়ার প্রেসিডেন্টকে ফুটবলের স্পিরিট ধরে রেখে প্রাণবন্ত এক বিশ্বকাপ আয়োজনে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন রাশিয়ার মত কাতারও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। রাশিয়া ও কাতারকে যথাক্রমে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে বেছে নেওয়ার জন্য সাবেক সভাপতি সেফ ব্ল্যাটারকে সরে দাঁড়াতে হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশ থেকেই উঠেছিল নানা অভিযোগ। রাশিয়া ওইসব বিতর্ককে চাপা দিয়েছে সফল এক আয়োজনের মধ্য দিয়ে।
এদিকে কাতারের মাধ্যমে আবারো বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সুযোগ পেল এশিয়া। ২০০২ সালে প্রথমবারের মত এশিয়ায় অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করে ওই আসর। ওই আসরে বিশ্বকাপ জয় করে ব্রাজিল।