বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যানসিটির দারুণ জয়
ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ শেষ। এবার আবার শুরু হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তোড়জোড়। নতুন মৌসুম শুরুর আগে নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের এমনই এক লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও জার্মানির বায়ার্ন মিউনিখ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের শুরুতেই দাপট দেখিয়েছিল বায়ার্ন মিউনিখ। ১৫ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন জার্মানির তরুণ ফরোয়ার্ড মার্শিয়ান সাবানি। ২৪ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে দেন নেদারল্যান্ডসের তারকা ফরোয়ার্ড আরিয়েন রোবেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগ দিয়ে একটি গোল শোধ করেন মানসিটির বার্নাদো সিলভা। তারপরও ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বায়ার্ন মিউনিখ।
তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি। ৫১ মিনিটের মাথায় ম্যাচের সমতাসূচক গোলটি করেন লুকাস নামাঞ্চা। আর ৭০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন বার্নাদো সিলভা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের ঘাম ঝরানো জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের অপর ম্যাচগুলোতেও ছিল ইংল্যান্ডের ক্লাবগুলোর জয়জয়কার। জয় পেয়েছে চেলসি, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। পর্তুগালের ক্লাব বেনফিকাকে টাইব্রেকারে হারিয়েছে জুভেন্টাস।