ফিক্সিংয়ে অভিযুক্তদের ধরতে আইসিসির নতুন পরিকল্পনা
আলজাজিরা প্রকাশিত ক্রিকেটে দুর্নীতি নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রে উঠে এসেছে একজন প্রভাবশালী ম্যাচ-ফিক্সারের কথা। তাঁকে চিহ্নিত করতে জনসাধারণের কাছে অনুরোধ জানিয়েছে আইসিসি। এই বছর প্রকাশিত সেই প্রামাণ্যচিত্রে অনিল মুনাওয়ার নামের একজন অভিযুক্ত ফিক্সারের কথা শোনা যায়, যাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অনিল আবারও ম্যাচ ফিক্সিংয়ের মুখ্য ভূমিকায় থাকবে।
আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের সাধারণ ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘আমরা প্রামাণ্যচিত্রের অন্য সবাইকে চিহ্নিত করেছি এবং কয়েকজনের সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার ব্যাপারে কথা বলেছি। তবে অনিল মুনাওয়ারের আসল পরিচয় জানা যায়নি। এই প্রামাণ্যচিত্র অনুসারে, সে মুখ্য ভূমিকা পালন করে। আইন প্রণয়নকারী সংস্থা এবং অভিবাসী সংস্থার বিশ্বস্ত সূত্রেও কোনো খবর পাওয়া যায়নি। তাই আমরা জনগণ এবং ক্রিকেট পরিবারের সবার কাছে তাঁর ব্যাপারে যেকোনো তথ্য থাকলে জানাতে অনুরোধ করছি, যা তাঁকে চিহ্নিত করতে সাহায্য করবে। পুলিশ তদন্তেও এ রকম কাঙ্ক্ষিত ব্যক্তিদের চিহ্নিত করতে সাহায্য চাওয়া হয়। আমরা সেই পথেই হাঁটছি।’
তবে অভিযোগ এসেছে, আকসুকে সহযোগিতায় অনাগ্রহী আলজাজিরা। মার্শালের মতে, ‘আলজাজিরার অসহযোগিতা তদন্ত মন্থর করেছে। তবে আমরা ইতিমধ্যে আকসুকে সাহায্য করতে আগ্রহী এ রকম কিছু মানুষ পেয়েছি। প্রামাণ্যচিত্রের অনেক বিষয় আমরা পরিষ্কার করেছি। অদন্ত শেষে আমরা সবকিছু বিস্তারিত জানাব।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী, জেমস সুদারল্যান্ড একই সুরে কথা বললেন। প্রামাণ্যচিত্রে ২০১১ সালের পর থেকে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ম্যাচগুলোর কথা উঠে এসেছে। সুদারল্যান্ড বলেন, ‘আমরা আলজাজিরার ক্রিকেটে দুর্নীতি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের ব্যাপারে জানি। প্রচারিত প্রথম প্রামাণ্যচিত্র অনুসারে আমরা তদন্ত শুরু করেছি যা আলজাজিরার সহযোগিতার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তারা কোনো আসল ভিডিও বা ফুটেজ আমাদের দেয়নি। তবে যেকোনো যৌক্তিক অভিযোগের ব্যাপারে আমরা সোচ্চার এবং এগুলোর তদন্ত হওয়া উচিত। ক্রিকেট অস্ট্রেলিয়ার জবাবদিহিতা বিভাগ আলজাজিরার অভিযোগ বিশ্লেষণ করছে। তবে অপরাধী সূত্রে এবং তাঁদের দেওয়া সংক্ষিপ্ত তথ্যমতে আমরা কোনো অস্ট্রেলীয় ক্রিকেটারের জড়িত থাকার ঘটনা পাইনি।’ পরে সুদারল্যান্ড আলজাজিরাকে সহযোগিতা করতে অনুরোধ করে বলেন, ‘আমরা আলজাজিরাকে বিশেষভাবে অনুরোধ করছি যেন সব অসম্পাদিত প্রমাণাদি আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগে দেওয়া হয়।’
তবে এই বিষয়ে আলজাজিরার একজন মুখপাত্র বলেন, ‘আলজাজিরা ক্রিকেটে বাজি সংক্রান্ত দুর্নীতির মুখোশ উন্মোচন করতে প্রস্তুত, যেমনটি আমরা প্রামাণ্যচিত্রটিতে করেছি। আমরা সংশ্লিষ্ট সংস্থাদের পূর্ণ সহযোগিতা করব বলে জানিয়েছি। তবে শ্রীলঙ্কা এবং ভারতের ম্যাচ ফিক্সারদের ব্যাপারে কিছু স্পর্শকাতর আইনি বিষয় এখনো চলমান। তাই আমরা অসম্পাদিত প্রমাণাদি আইসিসির কাছে হস্তান্তরের ব্যাপারে ভেবে দেখছি। অপরাধীদের বিচার বাধাগ্রস্ত করে এমন কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করব না।’