বাংলাদেশের এশিয়া কাপের দলে মুমিনুল
সর্বশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। টেস্ট স্পেশালিস্ট হিসেবেই ছিলেন বাংলাদেশ জাতীয় দলে। সেই মুমিনুল হককে আবার ডাকা হয়েছে ওয়ানডে দলে। সেটাও আবার এশিয়া কাপের মতো বড় ট্রফিতে।
সাব্বির হোসেন দল থেকে বাদ পড়াতেই হয়তো ওয়ানডে দলে জায়গা হয়েছে মুমিনুলের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের। এশিয়া কাপের দলে আছেন নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্তর মতো তরুণ ক্রিকেটাররাও।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশ দল দেশ ছেড়ে যাবে ৯ সেপ্টেম্বর। বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এবারই শেষবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। সহ-অধিনায়ক হিসেবে আছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের এশিয়া কাপের দল : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও মুমিনুল হক।