আম্পায়ারকে চোর বলায় বড় অঙ্কের জরিমানা সেরেনার
আগেই অনুমেয় ছিল তা, মাঠে অশোভন আচরণের জন্য শাস্তি পেতে যাচ্ছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। শেষ পর্যন্ত তাই হয়েছে। কোর্টে আম্পায়ারের সঙ্গে তার্কে জড়িয়ে তাঁকে চোর বলায় বড় অঙ্কের জরিমানা করা হয় তাঁকে। ১৭ হাজার মার্কিন ডলার জরিমানা কারা হয়েছে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকাকে।
গত শনিবার রাতে নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে জাপানের নাওমি ওসাকার কাছে হেরে ইউএস ওপেনের শিরোপা হাতছাড়া করেন সেরেনা উইলিয়ামস। সে ম্যাচের প্রথম সেট চলাকালীন আম্পায়ার কার্লোস রামোসের সঙ্গে তর্কে জড়ান তিনি।
গ্যালারি থেকে সেরেনাকে পরামর্শ দেন তাঁর কোচ। যে কারণে এই মার্কিন তারকাকে সতর্ক করেন আম্পায়ার। আর এতেই উত্তেজিত হয়ে সেরেনা আম্পায়ারকে বলেন, ‘দরকার পড়লে আমি হেরে যাব। কিন্তু আমি কখনো প্রতারণা করব না।’
ম্যাচের দ্বিতীয় সেটের সময় আরেকবার উত্তেজিত হয়ে সেরেনা র্যাকেট পর্যন্ত ভেঙে ফেলেন। তাই তাঁর পয়েন্টও কাটা হয়। তখনই চরম ক্ষুব্ধ হয়ে আম্পায়ারকে ‘চোর’ বলতেও ছাড়েননি, “ছেলেদের তো পয়েন্ট কেড়ে নিতে পারে না, কারণ তাঁকে ‘চোর’ বলে।”
এই ম্যাচে জাপানের ওসাকা সহজেই ৬-২, ৬-৪ গেমে সেরেনাকে হারিয়ে ইতিহাস গড়েছেন। প্রথম জাপানি হিসেবে এই গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি।