নাসিরের শতকে ‘এ’ দলের ভালো সংগ্রহ
ভারত সফরে গিয়ে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ৫২ রানের লড়াকু ইনিংস। শুক্রবার দ্বিতীয় ম্যাচে দারুণ এক শতকই করে ফেলেছেন নাসির হোসেন। তাঁর শতকে ভর করেই বাংলাদেশ ‘এ’ দল পেয়েছে লড়াই করার মতো পুঁজি। জয়ের জন্য ভারত ‘এ’ দলের সামনে ছুড়ে দিয়েছে ২৫৩ রানের চ্যালেঞ্জ। ৯৬ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে নাসির মেরেছেন ১২টি চার ও একটি ছয়।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে রানের চাকা ঘোরার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার রনি তালুকদার। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেছিলেন অন্য ওপেনার সৌম্য সরকার ও তিন নম্বরে নামা এনামুল হক। কিন্তু সৌম্য (২৪) ও অধিনায়ক মুমিনুল হককে (৩) আউট করে বাংলাদেশকে আবার চাপের মুখে ফেলে দেন পেসার ঋষি ধাওয়ান। দ্বাদশ ওভারে সৌম্যকে বোল্ড করার পর নিজের পরের ওভারে মুমিনুলকেও কট বিহাইন্ড করেছেন তিনি।
কিছুক্ষণ পর আবার জোড়া ধাক্কায় বিপর্যস্ত অতিথিরা। ১৭ ও ১৯তম ওভারে এনামুল (৩৪) ও সাব্বির রহমানের (১) উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের আনন্দে ভাসিয়ে দেন লেগস্পিনার কর্ণ শর্মা। লিটন ও সাব্বিরের ৭০ রানের জুটি অবশ্য বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছিল। কিন্তু ৪৫ রান করা লিটনকে আউট করে ‘এ’ দলকে আবার অস্বস্তিতে ফেলে দিয়েছেন ধাওয়ান। নাসির অবশ্য লড়াই চালিয়ে গেছেন দারুণভাবে। আরাফাত সানিকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে আবার ৫০ রানের জুটি গড়েন নাসির। ৪৩তম ওভারে সানিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভেঙেছেন ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। ১৭ রান করে ফিরে গেছেন সানি। দুই ওভার পর ৪ রান করে রানআউট হয়েছেন শফিউল। মূলত নাসিরের ১০২ রানের হার না মানা ইনিংসের সুবাদেই স্কোরবোর্ডে ২৫২ রান জমা করতে পেরেছে বাংলাদেশ। রুবেল হোসেন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯ রান করে।
প্রথম ওয়ানডেতে বল করার সময় চোটে পড়ায় তাসকিন আহমেদের এই সফর শেষ হয়ে গেছে। তাঁর জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েছেন আরেক ডানহাতি পেসার আল-আমিন হোসেন।
ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল : রনি তালুকদার, সৌম্য সরকার, এনামুল হক, মুমিনুল হক (অধিনায়ক), সাব্বির রহমান, লিটন দাস, নাসির হোসেন, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।