সাকিবের জন্য নির্বাচন বড় চ্যালেঞ্জ হবে না : নাসির হোসেন
সাকিব আল হাসানের নির্বাচনি প্রচারণায় মাগুরায় যেন বসেছে ক্রিকেটারদের মিলনমেলা। মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব। প্রথমবার অংশ নিচ্ছেন জাতীয় নির্বাচনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিবের পক্ষে প্রচার-প্রচারণা চালাতে আগে থেকেই ছিলেন সৌম্য-সাব্বির-রনিরা। এবার প্রচার-প্রচারণায় যোগ দিলেন নাসির হোসেন।
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়েছিলেন নাসির। সেখান থেকে ফিরে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাগুরায় গেলেন এই অলরাউন্ডার। নেমে পড়লেন সাকিবের প্রচার-প্রচারণায়। সঙ্গে অন্যান্য ক্রিকেটাররাও ছিলেন। নির্বাচনের প্রচারণায় এবারই প্রথমবার যোগ দিলেন নাসির।
এ প্রসঙ্গে নাসির বলেন, ‘এই জায়গায় আমি প্রথমবার। ওমরাহ করতে গিয়েছিলাম। না হলে আরও আগেই আসতাম। এসে খুব ভালো লাগছে। সাকিব ভাইয়ের জন্য অনেক শুভকামনা। আমার মনে হয় নির্বাচনটা তার জন্য বড় চ্যালেঞ্জ হবে না। তাকে মাগুরাবাসী খুব ভালোবাসে। শুধু মাগুরার মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষই তাকে ভালোবাসে।’
এর আগে আজ সাকিবের নির্বাচনি প্রচারণায় অংশ নেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি নিজেও দ্বিতীয়বারের মতো দাঁড়িয়েছেন নির্বাচনে। নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। নিজের প্রচারণার মধ্যেই হাজির হলেন মাগুরায়। ক্রিকেট মাঠের অনুজ রাজনীতির ময়দানে প্রথমবার। তাকে সাহস দিতেই ছুটে যান জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মাঠের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডারকে মাগুরা-১ আসনের নেতৃত্বে আনতেই তারকাদের এমন তোড়জোড়।