বাংলাদেশকে ‘বিরক্ত’ করে দিতে চান স্মিথ
আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি পেয়েছেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়াকেও বরাবর দেখা গেছে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে। কিন্তু বাংলাদেশ সফরে কিছুটা ভিন্নভাবেই দেখা যেতে পারে ক্রিকেটের সবচেয়ে সফল দেশটিকে। অধিনায়ক হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সিরিজে কোনোভাবেই হতাশার মুখে পড়তে চান না অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্মিথ। সে কারণে নিজেদের আক্রমণাত্মক মনোভাবও হয়তো পরিত্যাগ করতে পারে অসিরা। বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে কখনো বিপাকে পড়ে গেলে অস্ট্রেলিয়া বেছে নিতে পারে রক্ষণাত্মক কৌশল। ক্রিকেটের স্বাভাবিক সৌন্দর্য বিসর্জন দিয়ে খেলতে পারে বিরক্তিকর ক্রিকেট।
টেস্টে অস্ট্রেলিয়াকে আগেও নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। কিন্তু সেগুলো মাইকেল ক্লার্কের অনুপস্থিতির সুযোগে। এবারই অস্ট্রেলিয়া টেস্ট দলের নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছেন স্মিথ। আর প্রথমবার কোনোভাবেই হতাশায় ডুবতে চান না তিনি। এ জন্য কিছুটা রক্ষণাত্মক হয়ে উঠতে হলেও তাতে কোনো আপত্তি নেই স্মিথের। বাংলাদেশ সফরের আসার আগে তিনি বলেছেন, ‘আমার মনে হয় অধিনায়কত্বের সঙ্গে এই জিনিসটা খাপ খাইয়ে নিতে হবে। অস্ট্রেলিয়াতে আমরা কিছুটা আক্রমণাত্মক হতে পারি। কিন্তু উপমহাদেশের মাটিতে যদি ব্যাটসম্যানদের আউট করার উপায় পাওয়া না যায়, তাহলে তাদের বিরক্ত করে আউট করতে হবে। এটা আমার কাছে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রশ্ন। কাজেই শুরুতে আমাদের হয়তো কিছুটা রক্ষণাত্মক খেলতে হবে। তারপর বল স্পিন ও রিভার্স সুইং করা শুরু করলে আমরা আক্রমণে যেতে পারি।’
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে গেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড সফরের মধ্যেই বিভিন্ন সময় অবসরের ঘোষণা দিয়েছেন মাইকেল ক্লার্ক, রায়ান হ্যারিস, শেন ওয়াটসন, ক্রিস রজার্স ও ব্রাড হাডিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ফলে তারুণ্যনির্ভর একটা অস্ট্রেলিয়া দলকেই দেখা যাবে বাংলাদেশ সফরে। ওপেনার ডেভিড ওয়ার্নার ইনজুরির কবলে পড়ায় শক্তিমত্তা আরেকটু কমেছে অস্ট্রেলিয়ার। ওয়ার্নারের অনুপস্থিতিতে বাংলাদেশে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দেখা যেতে পারে উসমান খাজাকে।
মিচেল জনসন ও জশ হেজেলউডকে বিশ্রাম দেওয়ায় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণেও আসতে যাচ্ছে নতুনত্ব। বাংলাদেশ সফরে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ৩০ বছর বয়সী পেসার অ্যান্ড্রু ফেকেটের। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও পিটার সিডলকে দেখা যাবে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে নেতৃত্ব দিতে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ১৭ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ঢাকায়।