তরুণরা কেন ব্যর্থ?
শুরু থেকেই আলোচিত হয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে মূল ভূমিকায় আসতে পারছেন না তরুণরা। তবুও তরুণদের নিয়ে আশাবাদী ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভরসা রেখেছেন স্টিভ রোডসও। কিন্তু এবারেও আলো ছড়াতে দেখা যায়নি কোনো তরুণ খেলোয়াড়কে। এমনকি আফগানিস্তানের বিপক্ষে অনুজ্জ্বল ছিলেন সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহর মতো খেলোয়াড়রাও।
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের লজ্জার পরাজয় পেয়েছে। এই ম্যাচ নিয়মরক্ষার জন্য হওয়ার কারণে দলে এসেছিল অনেক পরিবর্তন। দলে ছিলেন না মুশফিকুর রহিম। চোটের কারণে তামিম ইকবালের এশিয়া কাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম ম্যাচেই। বিশ্রাম দেওয়া হয়েছিল তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমানকে। অভিষেক হয়েছে দুই তরুণের, ওপেনার নাজমুল হোসেন শান্ত ও পেসার আবু হায়দার রনির। এ ছাড়া দলে তরুণ হিসেবে খেলেছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান মিরাজ। সমসাময়িক লিটন দাসও তরুণ ওপেনার বলা চলে। সেই হিসেবে জ্বলে উঠতে পারেননি কেউই।
শ্রীলঙ্কার বিপক্ষে অর্ধশতক পাওয়া মিঠুন ফিরে যান মাত্র দুই রানে। অভিষেক স্মরণীয় করে তুলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বোলিং ভালো করেছেন পেসার আবু হায়দার রনি, পেয়েছেন দুটি উইকেট। তবে শেষ পর্যন্ত এতে কোনো লাভ হয়নি বাংলাদেশের। মোসাদ্দেক হোসেন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৬ রানে। বোলিংয়েও ব্যর্থ তরুণরা। রনি ছাড়া আর কেউই উইকেট পাননি নবীন খেলোয়াড়দের মধ্যে।
তবে গত ম্যাচে আফগানিস্তান অসাধারণ খেলেছে। তারা জ্বলে উঠতে দেয়নি সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের। বাংলাদেশের পূর্বের ম্যাচগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ সময়েই কোনো তরুণ খেলোয়াড় তখন ভালো করেন, যখন অভিজ্ঞ খেলোয়াড়রা তার পাশে থাকেন। সিনিয়রদের সাহচর্যে নিজেদের সবচেয়ে বেশি বিকশিত করার সুযোগ পান তরুণ খেলোয়াড়রা। এমনকি উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজেও স্বীকার করেছেন, তামিমের সঙ্গে ব্যাটিং উপভোগের কারণ হলো, তিনি নিজে নির্ভার থাকতে পারেন। আর চাপমুক্ত থাকলে ভালো খেলা বের করে নিয়ে আসা সম্ভব বলে মনে করেন অভিজ্ঞ খেলোয়াড়রা।
তাই গত ম্যাচে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের কেউই উল্লেখযোগ্য পারফর্ম করতে পারেননি। এটির সম্পূর্ণ কৃতিত্ব অবশ্য আফগানিস্তান পেতে পারে। আজ শুক্রবার সুপার ফোরের প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। সেখানে তরুণ টাইগাররা নিজেদের সেরাটা দিতে পারবেন কি না, তা মাঠেই দেখবেন ভক্তরা।