মুশফিকের ১ রানের আক্ষেপ

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানের একটি অসাধারণ ইনিংস খেললেন মুশফিকুর রহিম। একটি রান পেলেই ছুঁয়ে ফেলতেন ইনজুরির কারণে আজকের ম্যাচ থেকে ছিটকে পড়া সাকিব আল হাসানকে। না, এই অভিজ্ঞ ব্যাটসম্যান তা পারলেন না। শতক থেকে এক রান দূরে থাকতেই সাজঘরে ফিরে গেছেন।
আবুধাবিতে ফাইনালে যাবার লড়াইয়ে বরাবরের মতোই ব্যর্থ টপ অর্ডার ব্যাটসম্যানরা। ষষ্ঠ ওভারের ভেতর নেই সৌম্য সরকার, মমিনুল হক এবং লিটন দাস। তখনই মোহাম্মদ মিঠুনকে নিয়ে ১৪৪ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন মুশফিক। পরে ইমরুল কায়েসের সঙ্গে ১১ রানের ছোট একটি জুটি গড়েন মুশফিক, যা কায়েস আউট হলে ভেঙে যায়। এরপর মাহমুদউল্লাহকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন মুশফিক। এই জুটিতেই যেন ক্লান্তি বোঝা যাচ্ছিল মুশফিকের। এই ম্যাচেই তিনি আঘাত পেয়েছেন পায়ের আঙুলে। তাই দৌড়ে রান নিতে অসুবিধা হচ্ছিল মাঝামাঝি ওভারগুলো থেকেই। শাহিন আফ্রিদীর যে বলে আউট হলেন মুশফিক, তার এক বল আগেই ভাগ্যের জোরে সরফরাজ আহমেদের গ্লাভস এড়িয়েছে একটি অনাকাঙ্ক্ষিত শট। সেই শটে চার হওয়ার পরও সাবধান হননি মুশফিক। তাই মাত্র এক বল পরই এক রানের আক্ষেপ নিয়ে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।
অবশ্য এই এশিয়া কাপে মুশফিকের ব্যাটেই হেসেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ইনিংসে ভর করেই স্কোরবোর্ডে লড়াকু সংগ্রহ আনে বাংলাদেশ। আজ বুধবার সেই মিঠুনের সঙ্গেই ১৪৪ রানের জুটি গড়ে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে আসেন মুশফিক।