শেষ ওভারটি মুস্তাফিজ করলে ভালো হতো?
আরেকটি স্বপ্নভঙ্গের বেদনা, আরেকটি হতাশার হার— এশিয়া কাপের ফাইানলে উঠেও শিরোপা হাতছাড়া বাংলাদেশের। দলের ব্যর্থতার পর চলছে চুলচেরা বিশ্লেষণ। ম্যাচের শেষ ওভারটি কেন পেসার মুস্তাফিজুর রহমানকে দিয়ে করানো হলো না। ৪৯তম ওভারে না এনে শেষ ওভারে কাটার-মাস্টারের হাতে বল তুলে দিলে হয়তো ফল অন্যরকম হতে পারত।
তা ছাড়া নিয়মিত পেসারদের কোনো ওভার বাকি ছিল না। তাই একবার সৌম্য সরকারকে বোলিংয়ে এনেও পরে মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনা করে তাঁর হাতেই বল তুলে দিলেন মাশরাফি। এমন সিদ্ধান্তে হতভম্ব ভক্তরা। এমন সিদ্ধান্তহীনতা কি মাশরাফিকে মানায়?
শেষ দুই ওভার বাকি, তখন মুস্তাফিজের বাকি এক ওভার। জিততে হলে ভারতে করতে হবে ১০ রান। সে সময় মুস্তাফিজের হাতে তুলে দেওয়ার কারণ হিসেবে মাশরাফি বলেন, ‘রুবেল অথবা মুস্তাফিজকে শেষ ওভারের জন্য রাখতে পারলে ভালো হতো। কিন্তু পরিস্থিতি তেমন ছিল না। আমি মাহমুদউল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, সে আত্মবিশ্বাসী কি না। কারণ বিপিএলে তাঁর এমন সময়ে বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে। সৌম্যকে খেলা সহজ ছিল। আমরা একটি উইকেট পেতে চেয়েছিলাম। তারপর দেখা যেত। আসলে এমন সময়ে ভাগ্য পাশে থাকতে হয়। যখন ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, তখন আমরা কাজে লাগাতে পারিনি।’
ম্যাচে বাংলাদেশ তিন উইকেটে হেরেছে ভারতের কাছে। তবে ভারতকে বেশ ঘামঝরাতে হয়েছে ম্যাচটি জিততে। শেষ বলটি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের।