বেহাল দশা কাটছেই না ম্যানইউর
ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশা যেন কাটছেই না। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের অবস্থা খুবই শোচনীয়, পয়েন্ট টেবিলে আছে দশম স্থানে। চ্যাম্পিয়নস লিগেও একই অবস্থা তাদের, নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে তারা। এবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
ম্যাচে তারা বেশ কিছু সুযোগ পেয়েছিল ঠিক, একটিও কাজে লাগাতে পারেনি। রোমেলু লুকাকু-অ্যালেক্সিস সানচেজরা পারেনি নিজের মেলে ধরতে।
বিশেষ করে ম্যাচে ৬১ মিনিটে পল পগবার দারুণ একটি ফ্রি-কিক থেকে গোল হতেও পারত। তাঁর চমৎকার শট প্রতিপক্ষ গোলরক্ষক রুখে দেন।
এই ড্রয়ে ‘এইচ’ গ্রুপ থেকে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানইউ। এই গ্রুপ থেকে রোনালদোর জুভেন্টাস আছে শীর্ষে, তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।
দিনের অন্য ম্যাচে জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছে সুইস ক্লাব ইয়াং বয়েজকে।