ভারতকে হারাতে বাংলাদেশের চাই ১৭৩ রান
এই কদিন আগে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শেষ বলে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। সে হতাশার রেশ এখনো কাটেনি। এবার ঘরের মাঠে আরেকটি এশিয়া কাপে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ যুব দল। এই ম্যাচে স্বাগতিক দলের সামনে ১৭৩ রানে লক্ষ্য দিয়েছে ভারতীয় যুব দল।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় যুব দলের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দলটির বেশিরভাগ ব্যাটসম্যানই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
যশ্বসী জয়সওয়াল (৩৭), অনুজ রাওয়াত (৩৫), আয়ুশ বাদোনি (২৮), সমীর চৌধুরী (৩৬) কিছুটা চেষ্টা করেও দলের সংগ্রহ খুব একটা বড় করতে পারেননি।
শরিফুল ইসলাম ১৬ রানে তিন উইকেটে নিয়ে ভারতীয় দলের ব্যাটিংয়ের কোমরটাই ভেঙে দেন। এ ছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন ও তৌহিদ হৃদয় দুটি করে উইকেট নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভারে ৪৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।