এবার ফিলিপাইনের মুখোমুখি বাংলাদেশ
বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। গত ম্যাচে শক্তিশালী লাওসকে হারিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করে তারা। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের মুখোমুখি হবে স্বাগতিকরা। আজ শুক্রবার নিয়ম রক্ষার ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
আসরের প্রথম ম্যাচেই লাওসের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। রাইট উইঙ্গার বিপলু আহমেদের পা থেকে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোল পায় বাংলাদেশ। তবে সেটি আর শোধ করতে পারেনি লাওস। গতকাল বুধবার ফিলিপাইনস ‘বি’ দলের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে লাওস। ফলে নকআউট পর্বে নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও ফিলিপাইনস ‘বি’ দলের খেলা। আজ শুক্রবার তাই নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ভাবছেন রক্ষণভাগ নিয়ে। তিনি বলেন, ‘প্রস্তুতিতে রক্ষণ নিয়ে বাড়তি গুরুত্ব দিয়েছি। ওদের আক্রমণভাগ শক্তিশালী। তবে ওদের রক্ষণ একটু দুর্বল মনে হয়েছে। অবশ্যই আমরা নিজেদের রক্ষণ সামলে রাখব। সামনের ম্যাচটা কঠিন হবে বলে মনে হচ্ছে।’
প্রস্তুতি শেষে কোচ জেমি ডে একই সুরে কথা বললেন। তিনি বলেন, ‘ওদের আক্রমণভাগ ভালো। ওদের কিছু ভালো ফরোয়ার্ড আছে। তাঁরা আমাদের ডিফেন্ডারদের পরীক্ষা নিতে পারে।’
সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় দলে পরিবর্তন আসতে পারে। দেখা যেতে পারে রক্ষণভাগের খেলোয়াড় রহমত মিয়া ও সুশান্ত ত্রিপুরাকে। সে ক্ষেত্রে বসতে হবে বিশ্বনাথ ঘোষ ও ওয়ালী ফয়সালকে। তবে ওয়ালী জানিয়েছেন, ‘প্রতিটি ম্যাচ একই রকম গুরুত্বপূর্ণ। সাফের ভুল আমরা এই টুর্নামেন্টে করতে চাই না। প্রতিটি ম্যাচই আমরা ফাইনালের মতো করে খেলতে চাই। আমাদের লক্ষ্য ঢাকায় গিয়ে ফাইনাল ম্যাচ খেলা।’
দলের পরিবর্তনে শক্তিশালী ফিলিপাইনসের বিপক্ষে কেমন করে বাংলাদেশ, সেটিই এখন দেখার বিষয়।