স্পেনকে হারিয়ে ট্রফি ঘরে তোলার আভাস ইংলিশদের
গতকাল উয়েফা ন্যাশন্স লিগে স্পেনের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ইংল্যান্ড। জয় তো বটেই, প্রতিশোধও বলা যায়। গতমাসে স্বাগতিক ইংল্যান্ড ২-১ ব্যবধানে হেরেছিল স্পেনের কাছে। এবার স্বাগতিক স্পেনকে হারিয়ে ন্যাশন্স লিগে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ইংল্যান্ড।
অবশ্য ঘরের মাঠে হেরে রেকর্ড গড়েছে স্পেনও। সর্বশেষ ২০০৩ সালে তারা গ্রিসের বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল। এর টানা ৩৮ ম্যাচ পর গতকাল ইংল্যান্ডের কাছে স্বাগতিক হিসেবে হেরেছে তারা। অন্যদিকে ১৫ বছর পরে হারের সুবাদে ৩১ বছর পর স্পেনের মাঠে প্রথম জয় পেল ইংল্যান্ড।
গতকাল সোমবার সোভিয়ায় ১৬তম মিনিটে রহিম স্টার্লিং ইংল্যান্ডকে এগিয়ে দেন। ঠিক ২৯ মিনিটে মার্কাস রাসফোর্ড ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ দিকে অর্থাৎ ৩৮ মিনিটে জোড়া গোল করে নিজেদের ৩-০ ব্যবধানে এগিয়ে নেন স্ট্রাইকার স্টার্লিং।
তবে ম্যাচের উত্তেজনা তখনো শেষ হয়নি। দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণভাগকে শানিয়ে তোলে স্পেন। ৫৮ মিনিটে পাকো আলকাসেরের গোলে ব্যবধান কমে ৩-২ গোলে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত ড্র কিংবা জয় কোনোটিই নিশ্চিত করতে পারেনি ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সপ্তম মিনিটে গোল পেয়েছেন রিয়াল তারকা সার্জিও রামোস।
এই জয়ে ন্যাশন্স লিগ র্যাঙ্কিংয়ে স্পেনের তেমন পরিবর্তন না এলেও উন্নতি হয়েছে ইংল্যান্ডের। তিন ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ ৪-এর শীর্ষে রয়েছে স্পেন। একমাত্র জয়ে ৪ পয়েন্ট নিয়ে ইংলিশরা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ঘরের ট্রফি ঘরে ফেরানোর প্রত্যাশা করতেই পারে ইংল্যান্ড।