ব্রাজিলকেই ভালো বলেছেন তিতে
দলে ছিলেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গোঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল মারিয়া এমনকি পাউলো দিবালার মতো খেলোয়াড়রাও ছিলেন দলের বাইরে। সেই ভাঙ্গাচোরা দল নিয়েই গতকাল জেদ্দায় পুরোটা সময় শক্তিশালী ব্রাজিলকে থামিয়ে রেখেছিল আর্জেন্টিনা। অবশ্য শেষ পর্যন্ত অতিরিক্ত মিনিটের শেষ মুহূর্তের গোলে জয় পায় ব্রাজিল। তবুও এই আর্জেন্টিনার চেয়ে পূর্ণশক্তির ব্রাজিলকেই এগিয়ে রাখছেন কোচ তিতে।
মূল খেলা শেষ হওয়ার পর ইনজুরি সময় চলাকালীন ঠিক ৯৩ মিনিটের মাথায় একটি কর্ণার পায় ব্রাজিল। নেইমারের কর্ণার থেকে দুর্দান্ত হেডে গোল করেন মিরান্ডা। শেষ মুহূর্তের সেই গোলেই সুপার ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে বিজয়ী হয়েছে ব্রাজিল।
অধিকাংশ সময়ে বল ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে। তবে আক্রমণ হানতে পেরেছে দুই দলই। শেষ পর্যন্ত ব্রাজিল গোল পেলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আর্জেন্টাইন তরুণরা। ফিনিশিংয়ের অভাব যতটা না প্রকট হয়ে দেখা দিয়েছে, তার চেয়ে বেশি চোখে পড়েছে আর্জেন্টাইন রক্ষণভাগের সামর্থ্য। খেলা গোলশূন্য ড্র হওয়ার সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত। তবে ব্রাজিলের মান রক্ষা করলেন মিরান্ডা। এই ব্যাপারে কোচ তিতে সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনা গোলের সুযোগ তৈরি করেছিল, জেতার চেষ্টা করেছিল। তবে ব্রাজিল তুলনামূলকভাবে ভালো খেলেছে এবং দলীয় পারফরমেন্সের পুরস্কার হিসেবে গোল পেয়েছে। দল মনোযোগী ছিল। তারই ফল হিসেবে কর্নার পেয়েছি। জয়সূচক গোল যেকোনো সময় আসতে পারত, তবে সেটি শেষে এসেছে।’