বেফাঁস মন্তব্য করে বিপাকে ইউনিস খান
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ইউনিস খানের ঝামেলার কথা কারো অজানা নয়। আগেও বেশ কয়েকবার পিসিবির বিরাগভাজন হয়েছিলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান। সম্প্রতি আরো একবার বেফাঁস মন্তব্য করে বিপাকে ইউনিস। শাস্তির মুখেও পড়তে হতে পারে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে।
টেস্টে ভালো নৈপুণ্য দেখালেও ওয়ানডে ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই জ্বলে উঠতে পারছেন না ইউনিস। গত তিন বছরে ২৯টি ওয়ানডে খেলে তাঁর ব্যাটিং গড় মাত্র ১৮.৩২। এ বছর পাঁচটি ওয়ানডে খেলে করেছেন মাত্র ৬৩ রান। এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের জন্যই হয়তো আসন্ন জিম্বাবুয়ে সফরে তাঁকে ওয়ানডে দলে রাখেননি পাকিস্তানের নির্বাচকরা। তবে এটা কিছুতেই মানতে পারছেন না ইউনিস। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে বেশ ঔদ্ধত্যের সঙ্গে বলেছেন, ‘আমাকে না নেওয়া হলে পাকিস্তানের ওয়ানডে দল উঠে দাঁড়াতে পারবে না।’
ইউনিসের এমন মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট-কর্তারা। পিসিবির সভাপতি শাহরিয়ার খান বলেছেন, ‘আমি তাকে ভীষণ সম্মান করি। আমরা তার সঙ্গে বসে এ ব্যাপারে আলোচনা করব। যদিও আমরা তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছি। দুই ধরনের শাস্তি আছে—হালকা আর কঠিন। তবে আমাদের এর মাঝামাঝি কোনো পথ খুঁজে বের করতে হবে। কিছু একটা অবশ্যই করতে হবে।’
গত বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে মাত্র ৪৩ রান করেছিলেন ইউনিস। তারপর থেকে টানা তিনটি ওয়ানডে সিরিজে তিনি দলে সুযোগ পাননি। পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের টেস্টে অবশ্য ভালোই পারফরম্যান্স। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে ১৪৮ আর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে অপরাজিত ১৭১ রান সে সাক্ষ্যই দিচ্ছে। পাল্লেকেলেতে ৩৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউনিসের দুর্দান্ত ইনিংস জয় এনে দিয়েছিল পাকিস্তানকে। সেই ম্যাচে ৭ উইকেটের জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছিল পাকিস্তান।
গত শনিবার পাকিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লোগো উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউনিস। এ নিয়েও তিনি ক্ষুব্ধ, ‘আমাকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তাই পিএসএলে খেলব নাকি খেলব না সেই সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে পড়েছে আমার জন্য।’ তবে ইউনিসের অভিযোগ উড়িয়ে দিয়ে শাহরিয়ার খানের দাবি, ‘ইউনিস আর অন্য তারকা ক্রিকেটারদের সত্যিই আমন্ত্রণ জানানো না হলে আমি ক্ষমা চাইতাম। ইউনিস যে বলছে তাকে আমন্ত্রণ জানানো হয়নি তা কিন্তু সত্যি নয়।’