অলিখিত ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
প্রথম ওয়ানডের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখে বাংলাদেশ। সম্ভাবনা তৈরি হয়েছে সিরিজ জেতার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানকে হারাতে পারলেই সিরিজ বাংলাদেশের। এমন ম্যাচের কয়েক ঘণ্টা আগেই কি না দুঃসংবাদ পেল বাংলাদেশ!
গত ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ব্যাট হাতে খেলেন ৭৬ রানের ঝলমলে ইনিংস। সেই ম্যাচে কুঁচকিতে চোট পান শান্ত। এমআরআই করানো হলে রিপোর্টে নেতিবাচক বার্তাই আসে। যার কারণে আজকের ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না অধিনায়ককে।
ইতোমধ্যে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মুশফিককে ছাড়াই দ্বিতীয় ওয়ানডে উৎরে গেছে বাংলাদেশ। কিন্তু, শেষ ওয়ানডে থেকে অধিনায়কের ছিটকে পড়াটা দলের জন্য শঙ্কার। বিশেষত, এমন এক ম্যাচে, যেদিন শান্তকে ভীষণ জরুরি। ছন্দে ফিরে তার এভাবে চোটে পড়ে ম্যাচ মিস করা দুর্ভাগ্য ছাড়া আর কী!
দলের সর্বশেষ সিরিজে শেষ হাসি হেসেছিল আফগানিস্তান। ঘরের মাঠে আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে দুদলের দেখা হলেও একদিনের ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ১৬ মাস পর (জুলাই ২০২৩ সর্বশেষ)। এবার বাংলাদেশ খেলছে সফরকারী দেশ হিসেবে।
আফগানদের অলিখিত হোম সংযুক্ত আরব আমিরাতে সফরকারীদের সামনে সুযোগ প্রতিশোধ নেওয়ার। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডে। ম্যাচটি জিততে পারলে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। পুনরুদ্ধার করবে দুদলের দ্বিপাক্ষিক সিরিজের মুকুট, যা এখন আফগানদের দখলে।