উইকেটের সামনে-পেছনে মুশফিকের রেকর্ড
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষ হয়েছে মুশফিক-মিঠুন জুটিতে। তবে ৪০ রান করেই তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট রান ১০,০১৬। শুধু তাই নয়, বিশ্বের ১১তম উইকেটরক্ষক হিসেবে ২০০ ওয়ানডে ডিসমিসালের কীর্তি গড়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
মুশফিকের মাইলফলক স্পর্শের ম্যাচে দলে ছিলেন না ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইএসপিএন ক্রিকইনফোর মতে, তামিম ৩৬১ ইনিংসে মোট ১১,৯৩১ রান করেছেন। বাঁহাতি স্পিনার সাকিব ১০,৫৪২ রান করেছেন ৩৫০ ইনিংস ব্যাট করে। ৩৬২ ইনিংসেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন মুশফিক। তবে তাঁরা ছাড়া আর কারো সাত হাজার রানের মাইলফলক নেই। ৬,৮৬২ করেছেন এই সাইলেন্ট কিলার।
মুশফিকের অভিষেক হয়েছিল উইকেটরক্ষক হিসেবে। সেই পরিচয়েও নিজের স্বাক্ষর রেখেছেন মুশফিক। উইকেটের পেছনে থেকে ২০০টি ডিসমিসাল এনে দিয়েছেন তিনি। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত এই উইকেটরক্ষক সেই জিম্বাবুয়ের বিপক্ষেই গতকাল দুটি ক্যাচ নিয়ে ১৮০ ইনিংসে ছুঁয়েছেন ডিসমিসালের দ্বিশতক।
পঞ্চম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে হ্যামিল্টন মাসাকাদজার ক্যাচ নেন মুশফিক। পরে সেই সাইফউদ্দিনের বলেই শন উইলিয়ামসকে ক্যাচে পরিণত করে এই রেকর্ড গড়েন তিনি। ওয়ানডেতে ১৫৯টি ক্যাচ এবং ৪২টি স্টাম্পিংয়ের রেকর্ড ছুঁয়েছেন মুশফিক। উইকেটের পেছনের বিশ্বরেকর্ড শ্রীলঙ্কান সাবেক কুমার সাঙ্গাকারার। ওয়ানডেতে ৪৮২ ডিসমিসাল তাঁর। কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের ডিসমিসাল ৪৭২টি এবং মার্ক বাউচারের ৪২৪টি।