ইন্টার মিলানকে হারিয়েছে মেসিহীন বার্সেলোনা
গত ম্যাচেই ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন বার্সা তারকা লিওনেল মেসি। ভাঙা হাত স্লিংয়ে ঝুলিয়ে গতকাল বুধবার ইন্টার মিলানের বিপক্ষে তাই মাঠে নামতে পারেননি তিনি। তবে জয় পেয়েছে তাঁর দল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ন্যু ক্যাম্পে মিলানের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে এই কাতালান ক্লাব।
ম্যাচে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। তাদের সামনে দাঁড়াতেই পারেনি ইন্টার মিলান। প্রথমার্ধে পাঁচটি শট গোলের উদ্দেশ্যে বাড়িয়েছে বার্সেলোনা। তবে ৩২ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহো আলসান্তারা বল নিয়ে ডি-বক্সের কাছাকাছি গিয়ে পাস দেন সুয়ারেজকে। পরে ডি-বক্সে সুয়ারেজের পাস থেকে বল পেয়েই গোল করেন তিনি। ফলে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় বার্সা। মিলান প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে তিনবার শট নিলেও কোনো গোল পায়নি।
দ্বিতীয়ার্ধে ইন্টার মিলান নিজেদের কিছুটা গুছিয়ে এনেছিল। তবে তাতেও কোনো লাভ হয়নি। গোলের চেষ্টা করেছে বার্সাও। তবে রক্ষণভাগের শক্ত অবস্থানের কারণে এবং গোলরক্ষকের নিপুণ চেষ্টায় খেলার শেষ দিক পর্যন্ত ব্যবধান একই ছিল। কিন্তু ম্যাচের ৮৩তম মিনিটে দুর্দান্ত এক শটে জালে বল জড়ান জর্ডি আলবা। ফলে ব্যবধান বেড়ে ২-০ গোলে দাঁড়ায়। এরপর আর কোনো দল গোল পায়নি। ফলে এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিবিহীন বার্সেলোনা।