নগর প্রতিপক্ষের কাছে ম্যানইউর হার
এবার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোল ব্যবধানে হেরেছে জোসে মরিনিয়োর দল ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিহাদ স্টেডিয়ামে কালকের ম্যাচেও ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত রয়েছেন কোচ পেপ গার্দিওলা।
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলছিল ম্যানচেস্টার সিটি। প্রথম সাফল্য আসে ১২ মিনিটেই। বার্নার্ডো সিলভার পাস ডি বক্সে পেয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান ডেভিড সিলভা। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুই দল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয় আগুয়েরোর গোলে। রিয়াদ মাহরেজের সঙ্গে বল নিয়ে ডি বক্সে ঢুকেই দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে ৫৮তম মিনিটে ডি বক্সের ভেতরে আসা রোমেলু লুকাকুকে ফাউল করে বসেন ব্রাজিলীয় গোলরক্ষক অ্যাডারসন। ফলে পেনাল্টি পায় ইউনাইটেড। অ্যান্টনি মার্শালের শটে পেনাল্টিতে গোল আসলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১।
তবে ৮৬তম মিনিটে৩ ব্যবধান আরো বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি। পর্তুগিজ তারকা বার্নার্ডো সিলভার পাসকে অসাধারণ শটে গোল করেন জার্মান মিডফিল্ডার গিনদোয়ান।
ইংলিশ প্রিমিয়ার লিগের ১২ ম্যাচে ১০ জয় এবং দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। তবে মরিনিয়োর দল ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে অষ্টম অবস্থানে।