সোলারিই রিয়ালের স্থায়ী কোচ
হুলেন লোপেতেগিকে ছাঁটাইয়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সান্তিয়াগো সোলারিকে দায়িত্ব দেওয়া হয়। শর্ত ছিল, দুই সপ্তাহের মধ্যে প্রমাণ দিতে হবে—রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনি যোগ্য। সে প্রমাণটা ভালোভাবেই দিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। তাই স্থায়ীভাবে রিয়ালের কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে সোলারির চুক্তি হয়েছে। সেই চুক্তির কপি তারা পাঠিয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে। আপাতত চলমান মৌসুমে এই দায়িত্ব পালন করবেন তিনি।
মৌসুমের শুরুর চরম হতাশ রিয়াল সোলারির অধীনে খেলছে দারুণ। তাঁর অধীনে এখন পর্যন্ত রিয়াল খেলেছে চারটি ম্যাচ। এর মধ্যে সবকটিতেই জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। দলটির কর্মকর্তার তাই সোলারির ওপর সন্তুষ্ট। তা ছাড়া দলের খেলোয়াড়রাও চাইছিলেন চলমান মৌসুমের জন্য সোলারিকে কোচ হিসেবে পেতে।
অবশ্য রিয়ালের কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা গিয়েছিল। এর মধ্যে আন্তোনিও কন্তের নাম এসেছিল সবার আগে। যদিও শেষ পর্যন্ত সোলারিকেই বেছে নিয়েছে রিয়াল।