বাংলাদেশ সফরের আগেই ছিটকে পড়লেন হোল্ডার
কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। তবে সেই সফরের প্রাপ্তি হিসেবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয় করেছিল বাংলাদেশ। আর কদিন বাদে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তবে উইন্ডিজদের দলীয় অধিনায়ক জেসন হোল্ডার থাকছেন না দলের সঙ্গে। ভারত সফরে কাঁধে চোট পেয়েছেন তিনি, আর সেই চোট সারতে এক মাস বিশ্রামে থাকতে হবে তাঁকে। তাই বাংলাদেশ সাফরে আসতে পারছেন না তিনি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ বলেছেন, ‘জেসনের কাঁধের টেন্ডন আংশিক ছিঁড়ে গেছে। তাই সে নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফিজিওথেরাপি গ্রহণ করবে এবং সামর্থ্য বাড়াতে কাজ করবে। পরের চার সপ্তাহ আমরা তাকে পর্যবেক্ষণে রাখব। মেডিকেল প্যানেল আশঙ্কা করছিল, জেসন বাংলাদেশ সফরে বল করলে তার টেন্ডন আংশিক থেকে পুরোপুরি ছিঁড়ে যেতে পারে। ফলে তার অস্ত্রোপচার করাতে হতে পারে, এমনকি তাঁকে ক্রিকেট থেকে উল্লেখযোগ্য সময় বিরতি নিতে হতে পারে। তাই বাংলাদেশ সফরে না গিয়ে বার্বাডোসে জেসনকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
সাম্প্রতিক সময়ে ভারতের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই টেস্টে গোড়ালির চোট থেকে ফিরে আসা অধিনায়ক হোল্ডার ব্যাট এবং বলে নিজের গুরুত্ব বুঝিয়েছিলেন। এবার বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। প্রথম টেস্ট আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে। তবে হোল্ডার না থাকায় দলীয় সহ-অধিনায়ক ক্রেইগ ব্রাফেট নেতৃত্ব দিবেন দলকে।
বাংলাদেশ সফরে আসতে না পেরে হতাশা প্রকাশ করেছেন জেসন। তিনি বলেন, ‘বাংলাদেশ সফরের অংশ না হতে পেরে আমি খুবই হতাশ। তবে মেডিকেল টিমের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, কাঁধের বিষয়ে এটিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কাঁধ নিয়ে আমার সমস্যা শুরু হয়েছে গত মার্চ থেকেই। তখন বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে মুখোমুখি হওয়ার পর থেকে আমি এটিকে ভালো করার চেষ্টা করেছি। তবে এখন এমন এক সময়ে পৌঁছেছি যখন সম্পূর্ণ সুস্থ হতে সময় নেওয়া আমার জন্য জরুরি হয়ে পড়েছে। এই সফরে থাকতে না পেরে আমি হতাশ। তবে আমি মনে করি, ছেলেরা বাংলাদেশকে হারানোর সামর্থ্য রাখে।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২২ তারিখ প্রথম টেস্টে মাঠে নামার আগে ১৮-১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩০ নভেম্বর থেকে শুরু হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ ডিসেম্বর থেকে। বাংলাদেশের বিপক্ষে ইন্ডিজদের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর, সিলেটে। অবশ্য দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি আগামী ২০ এবং ২২ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে।