বিতর্ক ছাপিয়ে প্লে-অফের পথে রাজশাহী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/27/475092831_885042023569814_3414715134133912821_n.jpg)
মাঠের বাইরের বিতর্কে দলের অবস্থা টালমাটাল। বিশেষ করে ক্রিকেটারদের পেমেন্ট দিতে না পেরে বারবারই সমালোচনার মুখে পড়েছে দুর্বার রাজশাহী। তবে, সব বিতর্ক ছাপিয়ে মাঠের খেলায় দারুণভাবে উড়ছে রাজশাহী। ২৪ ঘণ্টা আগে টেবিল টপার রংপুরকে হারানোর পর এবার উড়িয়ে দিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। টানা দুই জয় নিয়ে বিপিএলের প্লে-অফের পথে রাজশাহী।
বিপিএলের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারাল দুর্বার রাজশাহী। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এলো তারা। এবার অন্য দলগুলোর
জয়-পরাজয়ের ওপর নির্ভর করে রাজশাহীর প্লে-অফে খেলা।
আজ সোমবার (২৭ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে সিলেট। ব্যাট হাতে সর্বোচ্চ ২৫ রান করেন ব্যাটার আহসান ভাটি। রাজশাহীর হয়ে বল হাতে ১৫ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন এস এম মেহরব। ৩টি উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরি। যিনি গতকাল রংপুরের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। টেবিলের তলানীতে থাকা দলটির দুই ওপেনার আরিফুল হক ও সামিউল্লাহ সিনওয়ারি স্কোরবোর্ডে ১৭ রান তুলতেই ফেরেন সাজঘরে। একই ওভারে ফেরেন আরিফুল-সিনওয়ারি। আরিফুল ৭ ও সিনওয়ারির ব্যাট থেকে আসে ৯ রান।
পরের ওভারেই ফেরেন আরেক ব্যাটার সাজ্জাদুল হক। যার ফলে মাত্র ১৯ রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় সিলেট। এমন কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন জাকের আলী ও জাকির হাসান। এই দুই ব্যাটার মিলে গড়েন ৩৯ বলে ৩৯ রানের জুটি। তবে, ব্যক্তিগত ২৪ রানের জাকিরের বিদায়ের পর দ্রুত আরও ৪ উইকেট হারায় দলটি। ৭২ রানে ৮ উইকেট হারিয়ে রীতিমত ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। তবে, লেজের সারির ব্যাটারদের চেষ্টায় লড়াকু পুঁজি পায় দলটি।
এই রান জবাব দিতে নেমে ১৯ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। দলের জয়ে ৪৮ রানের ইনিংস খেলেন রায়ান বার্ল। আকবর আলি করেন ৪৩ রান।জিসান আলম করেন ১১ রান।
এর আগে, নানা নাটকীয়তার পর মাঠে ফেরেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। পারফর্মও করেছেন তারা। তাতে জয় নিয়ে মাঠ ছেড়েছে দুর্বার রাজশাহী।