স্বস্তির জয়ের দেখা পেয়েছে জার্মানি
কিছুদিন আগেও জয়ের স্বাদ অধরা ছিল জার্মানির কাছে। ইউরোপ তো বটেই, নিজেদের মাঠেও জয়ের দেখা পাচ্ছিল না দলটি। তবে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে স্বস্তির জয় পেয়েছে জার্মানি।
রেড বুল অ্যারেনায় প্রথমার্ধের সপ্তম মিনিটেই গোলের দেখা পায় জার্মানি। সার্জ নাব্রির পাস থেকে গোল আদায় করে নেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড লেরয় সানে। জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি। ঠিক ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকলাস সুলে। কিমিচের কর্নার কিকে অ্যান্টনিও রুডিগার হেড করলে সেটিকে দুর্দান্ত এক শটে জালে জড়ান এই বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।
৪০তম মিনিটে আরেকটি গোল করে জার্মানরা। কাই হার্ভার্টজের অসাধারণ এক পাসকে গোলে রূপান্তর করেন নাব্রি। ফলে ব্যবধান ৩-০ গোল ব্যবধানে দাঁড়ায়। এর পর আর কোনো গোল হয়নি। এমনকি দ্বিতীয়ার্ধেও একই ব্যবধানে খেলা শেষ হয়েছে।
টানা দুই ম্যাচ পর জয় পেয়ে হাঁফ ছেড়েছে জার্মানি। বেশ প্রতাপের সঙ্গেই জয়ে ফিরেছে জোয়াকিম লোয়ের দল। ২০১৪ সালের বিজয়ীরা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বাদ পড়ার পর খুব খারাপ সময় পার করছিল। এই জয় যে স্বস্তি দিয়েছে জার্মানদের, সেটি ধরে রাখার চ্যালেঞ্জে তারা উতরে যাবে কি না, সেটি সময়ই বলে দেবে।