প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি
কদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। অথচ এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেমে পড়তে হচ্ছে সাকিব-মুশফিকদের। তার আগেই দুই দিনের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বিসিবি একাদশ। আজ দ্বিতীয় দিনশেষে ৭১ রানে পিছিয়ে থেকে ম্যাচটি ড্র করেছে বিসিবি একাদশ।
প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক জেসন হোল্ডার না থাকায় কার্লোস ব্রাফেটের নেতৃত্বে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। শুরুতেই অধিনায়ককে শফিউল ইসলাম ফিরিয়ে দিলে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা চলে আসে বাংলাদেশের হাতে। অবশ্য কিরণ পাওয়েল এবং শাই হোপের ১৪৫ রানের জুটির সুবাদে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ৮৮ রান করে হোপ মাঠ ছাড়ার পর ফজলে মাহমুদ রাব্বির বলে ৭২ রান করে আউট হন পাওয়েল। দলে নতুন সুযোগ পাওয়া নাইম হাসান পেয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সৌম্য, শফিউল, রুবেল এবং রাব্বি। দিনশেষে ৭ উইকেটের বিনিময়ে ৩০৩ রান করে ইনিংস ঘোষণা করে ইন্ডিজরা।
জবাবে ব্যাট করতে নেমে অসাধারণ শুরু করেছিলেন সাদমান ইসলাম এবং সৌম্য সরকার। ব্যক্তিগত ৭৮ রানে সৌম্য আউট হলে তাঁদের ওপেনিং জুটি ভাঙ্গে ১২৬ রানে। এরপরে সাদমান ৭৩ রানে আউট হয়ে গেলে ৩০ ন্রানের কোতা স্পর্শ করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ফলে দিনশেষে ৫ উইকেটের বিনিময়ে ২৩২ রান করে ইনিংস শেষ হয় বাংলাদেশের। ৭১ রানে পিছিয়ে থেকে ম্যাচ ড্র মেনে নেয় উভয় দল। ইন্ডিজদের পক্ষে গ্যাব্রিয়েল দুটি এবং রোচ ও ওয়ারিকান একটি করে উইকেট লাভ করেন।
আগামী ২২ তারিখ চট্টগ্রামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টাইগাররা জয় পায় কিনা, সেটিই এখন দেখার বিষয়।