তাইজুলের অন্যরকম রেকর্ড
বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল ইসলাম। ২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষিক্ত এই বোলার ৩১.১০ রান গড়ে টেস্ট ক্রিকেটে ৯৪ উইকেট পেয়েছেন। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই অন্যরকম কীর্তি গড়েছেন তাইজুল। বাংলাদেশের হয়ে টেস্টে ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি উকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি।
তাইজুল ছাড়িয়ে গেছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককে। ২০০৩ সালে ৩৩ উইকেট নিয়ে এক বছরে শীর্ষ উইকেটশিকারি ছিলেন তিনি। এ বছর এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে তাইজুল নিয়েছেন ৪০ উইকেট।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাইজুল মোট সাত উইকেট নিয়ে দারুণ কীর্তিটি গড়েন। পাশাপাশি বাংলাদেশের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে বল করতে এসে নিজেকে প্রমাণ করেছেন তিনি। পেয়েছেন মোট ছয় উইকেট।
এক বছরে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের শিকারির রেকর্ডটি অস্ট্রেলিয়ান সাবেক কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের দখলে। ২০০৫ সালে ওয়ার্ন ৯৬ উইকেট পান।