এইবারের বিপক্ষে হার দিয়ে দায়িত্ব শুরু সোলারির
স্থায়ী কোচের দায়িত্বই যেন কাল হয়েছে সেন্টিয়াগো সোলারির। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টানা চার ম্যাচে জয়ের পর যেন স্বস্তি পেয়েছিল রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। তবে দায়িত্ব স্থায়ী হতে না হতেই প্রথম ম্যাচে স্বাগতিক এইবারের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
বল দখল ও গোল পেয়ে জয়লাভ যে এক নয়, সেটিই প্রমাণিত হয়েছে রিয়াল ও এইবারের ম্যাচে। বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও আক্রমণাত্মক খেলেছে এইবার। ১১ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। কারিম বেনজেমার দুর্দান্ত এক শট অবশ্য ফিরিয়ে দিয়েছেন এইবারের রক্ষণভাগ খেলোয়াড় স্প্যানিশ তারকা কোঁতে।
অবশ্য এইবারের প্রথম গোলটি এসেছিল ভিএআর প্রযুক্তির সাহায্যে। ১৬ মিনিটে কিকে এক অসাধারণ শট নেন, যা প্রথমে থামিয়ে দিয়েছিলেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। বিপদমুক্ত করতে দানি সেবাইয়োস ছুটে এলে আর্জেন্টাইন মিডফিল্ডার গোঞ্জালো এসকালান্তের পায়ে লেগে বল জালে জড়ায়। ভিএআর গোলের সংকেত দিলে ১-০ গোল ব্যবধানে এগিয়ে যায় এইবার।
দ্বিতিয়ার্ধের শুরু দিকেই আরো দুটি গোল করে চালকের আসনে বসেছিল এইবার। ৫২ মিনিটের মাথায় স্প্যানিশ তারকা সেরহি এনরিখ এবং ঠিক পাঁচ মিনিট পরই কিকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় গোল করেন।
লিগে রিয়ালের এটি পঞ্চম পরাজয়। স্পেনের শীর্ষ লিগে রিয়ালের বিপক্ষে এইবারের এটাই প্রথম জয়। দলটির বিপক্ষে আগের আট ম্যাচের সাতটিতে জিতেছিল মাদ্রিদের ক্লাবটি, অন্যটি হয়েছিল ড্র।এই হারের ফলে ১৩ ম্যাচের ছয়টিতে জয় এবং দুটি ড্রয়ে রিয়ালের পয়েন্ট মাত্র ২০। পঞ্চম জয় পাওয়া এইবার ১৮ পয়েন্ট পেয়েছে।