ইনজুরির সঙ্গে পরিচয় তরুণ পৃথ্বীর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/30/photo-1543567765.jpg)
ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অস্ট্রেলিয়ায় সফরকারী ভারতের চলমান টেস্ট সিরিজ অধিনায়ক বিরাট কোহলির জন্যও পরীক্ষা। তবে ভারতীয় শিবিরে ইনজুরির হানা শঙ্কা জাগিয়েছে ভক্তদের মনে। আজ অ্যাডিলেডে প্রস্তুতিমূলক টেস্ট ম্যাচে পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ। প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ পারফর্ম করা এই ব্যাটসম্যান কিছুদিন আগেই অভিষিক্ত হয়েছেন। তবে ক্যারিয়ারের শুরুতেই ইনজুরির সঙ্গে পরিচিত হলেন তিনি।
আজ শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করছে ভারত। মিডউইকেটে বাউন্ডারির কাছেই ফিল্ডিংয়ে ছিলেন পৃথ্বী। অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাক্স ব্রায়ান্টের একটি ক্যাচ ধরার সময় বাঁ পায়ের গোড়ালি মচকে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্ক্যানের জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সুস্থ হতে সময় লাগায় অ্যাডিলেডে মূল ম্যাচে থাকা হচ্ছে না তাঁর। অথচ কোচ রবি শাস্ত্রীসহ নির্বাচকরা ওপেনার হিসেবে লোকেশ রাহুল ও মুরালি বিজয়ের চেয়ে তাঁকেই এগিয়ে রাখছিলেন। ইনজুরির কারণে অ্যাডিলেডে মূল টেস্টে থাকবে না এই তরুণ। এমনকি সম্পূর্ণ অস্ট্রেলিয়া সিরিজেই হয়তো পৃথ্বীকে দলে পাবে না ভারত।
অবশ্য পৃথ্বীর ইনজুরির পর তাঁর পরিবর্তে কে দলে আসবে, সেটি এখনো ঘোষণা করেনি ভারত। তবে কর্ণাটকের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং সাম্প্রতিক সময়ে বাদ পড়া শিখর ধাওয়ানকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।