ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি দলে চমক নেই
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এই দলে তেমন চমক নেই। ওয়ানডে সিরিজের দলটাই প্রায় রেখে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অবশ্য এই দলে জায়গা হয়নি ওয়ানডে সিরিজের দলে থাকা ব্যাটসম্যান ইমরুল কায়েসের। তবে গত আগস্টে খেলা সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনজন। তাঁরা হলেন—সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহি। দলে ফিরেছেন মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন।
বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর। পরে ২০ ও ২২ ডিসেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।