আইপিএলে দল পাবেন কি মুশফিক-মাহমুদউল্লাহ?
ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম এরই মধ্যে শুরু হয়ে গেছে। সর্বশেষ খেলোয়াড় অন্তর্ভুক্তির মাধ্যমে নিলামে থাকা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫১ জনে। তবে বাংলাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন দুই বাংলাদেশি খেলোয়াড় মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। প্রথমে ১০ জন বাংলাদেশি খেলোয়াড়ের আইপিএলে খেলার কথা শোনা গেলেও এ দুজনের নামই শেষ পর্যন্ত দেখা গেছে ড্রাফটে।
সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। আইপিএলে উইকেটরক্ষক ক্যাটাগরিতে থাকা এই খেলোয়াড় বাংলাদেশের হয়ে চলতি বছরে ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন এখন পর্যন্ত, যার মধ্যে তিনটি অর্ধশতক রয়েছে। অন্যান্য ম্যাচেও বেশ ভালো স্ট্রাইক রেট দেখিয়েছেন মুশফিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহও ডেথ ওভারে নেতৃত্ব দিয়ে এবং বোলিং করে ইতোপূর্বে প্রমাণ করেছিলেন নিজেকে। অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ ও মুশফিক দুজনের ভিত্তিমূল্যই ৫০ লাখ রুপি।
এর আগে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে আইপিএলে দল পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। অবশ্য একমাত্র তামিমেরই মাঠে নামা হয়নি। এবার মাহমুদউল্লাহ ও মুশফিক দল পাবেন কি না, সেদিকেই নজর থাকবে ভক্তদের।