আইপিএলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় যাঁরা
কিছুদিন আগেই শেষ হয়েছে ২০১৯ সালের ভারতীয় প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের নিলাম। আটটি দলের ফ্র্যাঞ্চাইজিরা কিছু খেলোয়াড়কে আগের মতোই চুক্তিবদ্ধ রেখেছেন, ছেড়েছেন অনেক খেলোয়াড়কেই। নিলামে অনেক নতুন খেলোয়াড় পাশাপাশি দলবদল হয়েছে তারকাদেরও। তবে সবচেয়ে বেশি মূল্যে বিক্রয় হওয়া খেলোয়াড়দের প্রতি আলাদা আকর্ষণ সবসময়ই ছিল ক্রীড়াভক্তদের।
এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি মূল্য আট কোটি ৪০ লাখ রুপিতে জয়দেব উনাদকাটকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। একই মূল্যে বরুণ চক্রবর্তীকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে এবার ব্যাটসম্যানদের প্রতি বেশ নজর ছিল তাঁদের। তাই স্যাম কিউরানকে সাত কোটি ২০ লাখ রুপিতে কিনেছে প্রীতি জিনতার দল। কলিন ইনগ্রামকে ছয় কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে ডেকান চার্জার্স। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু পাঁচ কোটি রুপিতে দল নিয়েছে শিবাম দুবেকে। একই মূল্যে চেন্নাইয়ে মোহিত শর্মা, ডেকান চার্জার্সে অক্ষর প্যাটেল এবং কোলকাতায় কার্লোস ব্রাফেট যোগদান করেছেন। মোহাম্মদ শামি ও প্রভসিমরান সিংকে চার কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ক্যারিবীয় তারকা নিকোলাস পুরানকে চার কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে হায়দরাবাদ। একই মূল্যে আরেক ক্যারিবীয় শিমরন হেটমায়ারকে দলে নিয়েছে ব্যাঙ্গালোরু।
বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এবারের নিলামে শুধু মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহর নাম ছিল। তাঁদের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫০ লাখ রুপি। তবে নিলামে তাঁদের কেউ দলে ভেড়াতে রাজি হয়নি। একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এবারের আইপিএলে এখন পর্যন্ত নিশ্চিত বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি।