নাটকীয় জয়ে সমতা ফেরাল জিম্বাবুয়ে
ওপেনার চিমু চিবাম্বা, অধিনায়ক এলটন চিগুম্বুরার ভালো নৈপুণ্য ও কিছুটা প্রকৃতির সহায়তায় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে পেয়েছে নাটকীয় জয়। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাঁচ রানের জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ফিরিয়েছে ১-১ ব্যবধানের সমতা।
জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল পাকিস্তান। প্রথম ২২ ওভারের মধ্যে ৭৬ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেন প্রথম সারির ছয় ব্যাটসম্যান। তবে এর পর দারুণভাবে ঘুরে দাঁড়ান শোয়েব মালিক ও আমির ইয়ামিন। সপ্তম উইকেটে তাঁরা গড়েন ১১১ রানের লড়াকু জুটি। ৪০তম ওভারে ইয়ামিন ৬২ রান করে ফিরে গেলেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন শোয়েব। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলে ইয়াসির শাহও আশা জাগাচ্ছিলেন পাকিস্তান শিবিরে। জয়ের জন্য শেষ ১৮ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৯ রান। ইয়াসির ও শোয়েব যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে লক্ষ্যটা খুব বেশি অসম্ভবও মনে হচ্ছিল না। কিন্তু ৪৮তম ওভার শেষে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হন আম্পায়াররা। শেষ পর্যন্ত শেষ দুই ওভারের খেলা না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাঁচ রানের নাটকীয় জয় পায় জিম্বাবুয়ে। আক্ষেপ করতে হয়েছে শোয়েব মালিককেও। মাত্র ৪ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের নবম শতক পূর্ণ করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। অপরাজিত ছিলেন ৯৬ রান করে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চিবাম্বার ৯০ ও অধিনায়ক চিগুম্বুরার ৫৫ বলে ৬৭ রানের সুবাদে স্কোরবোর্ডে ২৭৬ রান জমা করেছিল জিম্বাবুয়ে। ৬৭ রানের ঝড়ো ইনিংসটির পর বল হাতে আমির ইয়ামিনের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে চিগুম্বুরার হাতে।
সোমবার হারারেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে।