বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রুমানা
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার রুমানা আহমেদ। পাঁচটি দেশের নারী ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দলে তিনিই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার।
মেয়েদের বর্ষসেরা এই দলে আছেন অস্ট্রেলিয়ার চারজন, ভারতের তিনজন, নিউজিল্যান্ডের দুজন এবং ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার। এই দলের অধিনায়ক ভারতের হারমনপ্রীত কাউর।
অস্ট্রেলিয়া চার ক্রিকেটার হলেন—অ্যালিসা হিলি, এলিসে পেরি, অ্যাশলে গার্ডনার ও মেগান স্কুট। ভারতের তিন ক্রিকেটার—স্মৃতি মান্দানা, হারমনপ্রীত কাউর ও পুনম যাদব। নিউজিল্যান্ডের সুজি বেটস ও লেই কাসপেরেক। আর ইংল্যান্ডের নাটালি শিভার ও বাংলাদেশের রুমানা আহমেদ।
অলরাউন্ডার রুমানার সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো। এ বছর মেয়েদের এশিয়া কাপ জয়ে দারুণ অবদান রেখেছেন তিনি। ছয় ম্যাচে ১০ উইকেট পান তিনি। তা ছাড়া এ বছর টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ খেলে মোট ৩০ উইকেট পান এবং ব্যাট হাতে ২৪ ম্যাচে ২২৯ করেন। তাঁরই পুরস্কার পার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন।