সেরা পাঁচে সাকিব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/01/photo-1546343872.jpg)
গত বছর যত সাফল্য পেয়েছিল বাংলাদেশ, তার মধ্যে বেশির ভাগ ম্যাচেই কম-বেশি অবদান ছিল সাকিব আল হাসানের। বিশেষ করে বল হাতে দারুণ কিছু সাফল্য পেয়েছিলেন তিনি। আর তারই পুরস্কার পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তিন ফর্মেটে ২০১৮ সালে সেরা নৈপুণ্য দেখানো সেরা পাঁচ বোলারের মধ্যে জায়গা করে নিয়েছেন। পাঁচ জনে মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
এই তালিকায় শীর্ষে আছেন ভারতের জসপ্রিত বুমরাহ, দ্বিতীঅয় স্থানে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, তৃতীয় স্থানে ভারতের কুলদীপ যাদব এবং চতুর্থ নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
জসপ্রিত বুমরাহ (ভারত)
টেস্ট ক্রিকেটে ভারতের সফল বোলার জসপ্রিত বুমরাহ। গত বছরের শুরুতে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বড় ফরম্যাটে পথ চলা শুরু করে বুমরাহ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বছর শেষে ভারতের সেরা টেস্ট বোলার বনে গেছেন বুমরাহ। ৯ ম্যাচের ১৮ ইনিংসে ৪৮ উইকেট নেন এই ডান-হাতি পেসার। বোলিং গড়- ১৪ দশমিক ১১।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচে ২০ উইকেট নিয়েছেন বুমরাহ। মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ৮৬ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ।
টেস্টের মতো ওয়ানডেতেও সাফল্য আছে বুমরাহর। ১৩ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন তিনি। ডেথ ওভার বোলিংয়ে নিজের পারদর্শিতা দেখিয়েছেন বুমরাহ। ভারতের অনেক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার।
তবে টি-টোয়েন্টিতে ভালো করতে পারেননি বুমরাহ। আট ম্যাচে মাত্র আট উইকেট ঝুলিতে ভরেছেন তিনি। তারপরও টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন বুমরাহ।
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
২০১৮ সালে টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১০ টেস্টে ৫২ উইকেট নিয়েছেন তিনি। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন রাবাদা।
ওয়ানডেতেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন রাবাদা। ১৪ ম্যাচে ২৩ উইকেট ঝুলিতে ভরেছেন তিনি। টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচ খেলেছেন ২৪ রানে দুই উইকেট নিয়েছেন রাবাদা।
কুলদীপ যাদব (ভারত)
চলতি বছর তিন ফরম্যাটে ভারতের সেরা স্পিনার কুলদীপ যাদব। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পারফমেন্সে বেশি উজ্জ্বল ছিলেন তিনি। ওয়ানডেতে ১৯ ম্যাচে ৪৫ উইকেট শিকার করেছেন কুলদীপ। ৯টি-টোয়েন্টিতে ২১ উইকেটও ঝুলিতে ভরেছেন তিনি।
তবে টেস্টে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি এই বাঁ-হাতি। তিন টেস্টে তার শিকার ১০ উইকেট। আগামী ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্রধান অস্ত্র হতে পারেন কুলদীপ। কারণ ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজে আট উইকেট নিয়েছিলেন তিনি।
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
টেস্ট ফরম্যাটে ২০১৮ সালে নিউজিল্যান্ডের জার্সি গায়ে নিজের সেরাটাই দিয়েছেন বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। সম্প্রতি দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ১৫ বলে ৬ উইকেট নিয়েছেন বোল্ট। ৭ টেস্টে ৩১ উইকেট নিজের ঝুলিতে ভরেছেন এই বাঁ-হাতি। এ ছাড়া অনেক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
ওয়ানডেতেও নিজের সেরাটা দিয়েছেন বোল্ট। ১২ ম্যাচে ২২ উইকেট শিকার আছে তার। সাত টি-টোয়েন্টিতে ১১ উইকেট নিয়েছেন তিনি।
সাকিব আল হাসান (বাংলাদেশ)
আঙুলের ইনজুরির পরও ভালো একটি বছর কাটিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। টেস্টে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারলেও বল হাতে মাত্র চার টেস্টে ১৭ উইকেট নিয়েছেন সাকিব। বোলিং গড়- ১৭ দশমিক ৭৩। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব।
ওয়ানডেতে ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন সাকিব। ইকোনমি রেট ছিল চোখে পড়ার মতো ৪ দশমিক ৪৮। বল হাতে বেশ ধারাবাহিকতা ছিল তার।
আর ১১টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন সাকিব। বোলিং গড়- ১৭ দশমিক ৭৩ ও ইকোনমি রেট ৭ রানের নিচে। আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।