ঢাকায় ডি ভিলিয়ার্স ও পারনেল
কথা ছিল, সিলেট পর্বে এসে যোগ দেবেন রংপুর রাইডার্স শিবিরে। কথা রেখেছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত এবি ডি ভিলিয়ার্স। আজ সকালে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং জিনিয়াস। তাঁর সঙ্গে আরো এসেছেন প্রোটিয়া বাঁহাতি ফাস্ট বোলার ওয়েন পারনেল। মারকুটে ব্যাটসম্যানের সঙ্গে তিনিও যোগ দেবেন রাইডারদের দলে।
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট, ২২৮ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। তবে বিভিন্ন লিগে ২৬১ টি-টোয়েন্টি ম্যাচে ৩৫.১৮ গড় আর ১৪৮.৪৪ স্ট্রাইক রেটের কারণে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পরম আকাঙ্ক্ষিত এক নাম তিনি। বিপিএলে রংপুরের প্রথম ছয়টি ম্যাচ শেষে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সমর্থকরাও অধীর আগ্রহে বিপিএলে প্রথমবারের মতো এই তারকা খেলোয়াড়ের জাদু দেখার অপেক্ষা করছিল। সব ঠিক থাকলে পরশু সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচেই তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
অন্যদিকে বাঁহাতি পেসার পারনেল প্রোটিয়াদের হয়ে ছয়টি টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ডি ভিলিয়ার্সের সঙ্গে একই ফ্লাইটে এসেছেন তিনিও। রংপুরের হয়ে মাঠে নামার কথা আছে তাঁরও।
জানা গেছে, ঢাকায় নেমেই হেলিকপ্টারে সিলেটের উদ্দেশে রওনা করেছেন দুই ক্রিকেটার। সেখানে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তাঁরা। পরশু সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে মাঠে নামবে রংপুর রাইডার্স। ডি-ভিলিয়ার্স ছোঁয়ায় এখন পর্যন্ত ছয় ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া মাশরাফির দলের ভাগ্যের চাকা ঘুরবে, এমন প্রত্যাশাই করছেন দলটির সমর্থকরা।