টেস্ট দলে ফিরলেন তামিম-তাসকিন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/23/photo-1548250487.jpg)
চোট কাটিয়ে বিপিএলে খেলছেন ওপেনার তামিম ইকবাল। নিউজিল্যান্ড সিরিজে তিনি খেলবেন সেটা নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। কিউইদের বিপক্ষে এই সিরিজের টেস্ট দলে তিনি ফিরেছেন। তাঁর সঙ্গে এই দলে ফিরেছেন পেসার আবু জায়েদ রাহি ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও আরিফুল হক।
এর আগে ওয়ানডে দলও ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এই দলে নতুন মুখ স্পিনার নাঈম হাসান।
সিরিজে তিনটি টেস্ট হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, ৮ থেকে ১২ মার্চ ও ১৬ থেকে ২০ মার্চ।
নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ টেস্ট দল
বাংলাদেশ টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাঈম হাসান ও আবু জায়েদ চৌধুরী।
নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।