পিএসএলে যাওয়ার আগে কী বললেন লিটন-রিশাদ?

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটিতে গিয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) লিটন দাস এবং গতকাল রিশাদ হোসেন ধরেন পাকিস্তানের বিমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়েছেন দুজনই। পুরো মৌসুমের জন্যই পিএসএল খেলার ছাড়পত্র পেয়েছেন তারা।
দেশ ছাড়ার আগে বিমানে উঠে ছবি শেয়ার করেন লিটন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ছবিতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। লিটন বলেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে পাকিস্তানের পথে। সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে। সবার কাছে দোয়া ও সমর্থন চাই।’
বিমানে উঠে ছবি দেন রিশাদও। তিনি লিখেছেন, ‘মিশন পিএসএল। আশা করি এই যাত্রাটা দারুণ স্মৃতিময় হবে।’
বাংলাদেশ থেকে লিটন ও রিশাদ ছাড়া চলতি মৌসুমে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে খেলার ছাড়পত্র পেয়েছেন নাহিদ রানা। তবে, নাহিদ অর্ধেক মৌসুম খেলার অনুমতি পেয়েছেন।
আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে চলবে পাকিস্তানে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল টি-টোয়েন্টি। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। রিশাদের মতো সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন। তাকে দেখা যাবে করাচি কিংসে।