রিশাদের সঙ্গে বাংলায় কথা বললেন রাজা-শাহিন

রিশাদ হোসেন পাকিস্তানে যাওয়ার পর বেশ আন্তরিকতার সঙ্গে তাকে বরণ করে নিয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগে খেলতে (পিএসএল) দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশি তারকা রিশাদ। সেখানে তার সতীর্থ হিসেবে আছেন সিকান্দার রাজা ও শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশি লেগস্পিন অলরাউন্ডার রিশাদ আজ বুধবার (৯ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা যায়, লাহোর কর্তৃপক্ষ সানন্দে বরণ করে নিয়েছে তাকে। হোটেল রুম থেকে বেরিয়ে আসা রিশাদকে ভাঙা বাংলায় রাজা জিজ্ঞেস করেন— ‘তুমি কি আমার বন্ধু হবে?’ শাহিন আফ্রিদি বলেন, ‘এদিকে আসো।’
রিশাদ হাসতে হাসতেই এগিয়ে আসেন। জবাব দেন। পরবর্তীতে শাহিন তাকে আরাম করতে বলেন। পাশাপাশি জানান, কোনো কিছু প্রয়োজন হলে অনায়াসে শাহিনকে বলতে। এখানে সবাই ভাই।
পিএসএলে রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের জার্সিতে। প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তিনি। আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে চলবে পাকিস্তানে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল টি-টোয়েন্টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পুরো আসরের জন্য ছাড়পত্র পেয়েছেন রিশাদ। দেশ ছাড়ার আগে রিশাদ লিখেছিলেন, মিশন পিএসএল। আশা করি এই যাত্রাটা দারুণ স্মৃতিময় হবে।